ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বদরখালী সমিতির নতুন সম্পাদক পরিবেশবাদি সংগঠক খাঁন জয়নাল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার উপকুলীয় ইউনিয়ন বদরখালীতে অবস্থিত উপমহাদেশ শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি উপনেবিশ সমিতির নতুন নির্বাচিত হয়েছেন পরিবেশবাদি সংগঠক খাঁন জয়নাল আবেদিন। তিনি ব্যবস্থাপনা কমিটির বর্তমান সম্পাদক একেএম ইকবাল বদরীর মৃত্যুতে তাঁর শূন্যপদে মনোনীত হয়েছেন।

বদরখালী সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় সকল কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে বদরখালী ইউনিয়নের বাসিন্দা পরিবেশবাদি সংগঠন উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষনা (উবিনীগ) কক্সবাজার অঞ্চলের সমন্বয়ক খাঁন জয়নালকে সমিতির সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

এদিকে বদরখালী সমিতির নবনির্বাচিত সম্পাদক খাঁন জয়নাল আবেদিনকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সমিতির সভাপতি হাজি নুরুল আলম সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, সমিতির সাবেক সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন, সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক সহ-সভাপতি নুরুল আবছার বাবুল, মাস্টার শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, তরুন আওয়ামীলীগ নেতা আনম হেফাজ সিকদার, বদরখালী সমিতির সাবেক পরিচালক শাহাব উদ্দিন শাকিল, বর্তমান ব্যবস্থাপনা কমিটির পরিচালক হাজি হামিদ উল্লাহ। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন সমিতির সকল পরিচালক, সভ্য ও পোষ্য এবং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

পাঠকের মতামত: