ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

আগামী ২৪ সেপ্টেম্বর এশিয়ার বৃহত্তম

বদরখালী সমবায় সমিতির নির্বাচন: ১২ পদে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এম জিয়াবুল হক, চকরিয়া :: আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বহুল প্রতিক্ষিত নির্বাচন।

তফসিল অনুযায়ী সোমবার ২২ আগস্ট শেষ দিনে সমিতির ১২ পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মো রমিজ উদ্দিন ।

তিনি বলেন, তফসিল অনুযায়ী সোমবার শেষ দিনে বদরখালী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে সভাপতি পদে ৪জন, সহ সভাপতি-৫ জন, সম্পাদক পদে- ৫ জন এবং ৯টি ব্লকে পরিচালক পদে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার বলেন, সভাপতি-পদে ৪জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন প্রবীণ সমবায়ী দেলোয়ার হোছাইন এমএ, নুরে হাবিব তছলিম, ছরওয়ার আলম সিকদার ও মনজুর আলম। সহসভাপতি পদে ফরম নিয়েছেন ৫ জন। তারা হলেন আলী মোহাম্মদ কাজল, কামাল উদ্দীন বাবুল, মকবুল হোছাইন, আনছারুল করিম ও আহমদ উল্লাহ। সমিতির আলোচিত পদবী সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন। তাদের মধ্যে আছেন পরীক্ষিত সমবায়ী নেতা মোহাম্মদ আলী চৌধুরী, নতুন মুখ এ এম এস্তেফাজুর রহমান, মইন উদ্দিন, নজরুল ইসলাম ও আরিফ জুনায়েত রাসেল।
সমিতির ৯টি ব্লক থেকে নির্বাচিত হবেন ৯জন পরিচালক। আজ শেষ দিনে পরিচালক ( সদস্য) পদে মনোনয়ন ফরম নিয়েছেন ২৪ জন প্রার্থী। তারা হলেন জসিম উদ্দিন টিটু, শাহাব উদ্দিন শাকিল, আব্দুল আজিজ, মোজাহার আহমদ, আবুল হাসনাত মো পারভেজ, নাজেম উদ্দীন,  কুতুব উদ্দীন, রেজাউল করিম বাদল, নাজিম উদ্দিন, জয়নাল আব্দীন, নুরুল কাদের, মো বেলাল উদ্দীন, জিয়া উদ্দীন, হামিদ উল্লাহ, মো নাছির উদ্দীন, জাফর আলম, এস এম শওকত ওসমান, সিরাজুল হক, মেজাফ্ফর আহমদ, কুতুব উদ্দীন সোহেল, আব্দুল কাদের মানিক, আহমদ আলী মাজু, মো রুবেল ও মোহাম্মদ নুরুল কাইছার। এ তথ্য নিশ্চিত করেছেন রমিজ উদ্দীন।

পাঠকের মতামত: