ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বদরখালীতে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি :: চকরিয়ার বদরখালীতে ট্রাকের ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে বদরখালী স্টেশন এলাকায় ঘাতক ট্রাক পথচারী ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর নাম রিনা বড়ুয়া (৪৫)। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নলবিলা উত্তর বড়ুয়া পাড়ার জমিতা বড়ুয়ার স্ত্রী।
নিহত নারীর ভাই আদর্শ বড়ুয়া জানান, তার বোন রামু থেকে শ্বশুর বাড়ি মহেশখালীর নলবিলা বড়ুয়া পাড়ায় যাচ্ছিল গাড়িযোগে। পথিমধ্যে সে বদরখালী স্টেশনে নেমে হাঁটছিলেন। এসময় মহেশখালী থেকে আসা পানবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীকে ধাক্কা দেওয়া ঘাতক ট্রাকটি জব্দ ও চালক ইসমাইকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত: