নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: সারােদেশ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন স্পট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে এ ঘোষণা কার্যকর করা হয়েছে বেল পার্ক কর্মকর্তা চকরিয়া নিউজকে নিশ্চিত করেছেন । বর্তমানে পার্কে আগত দর্শনার্থীদের মূল ফটক থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী সাক্ষরিত অফিস আদেশে দেশের সকল সাফারি পার্ক, ইকো পার্ক ও অভয়ারণ্য সহ যাবতীয় পর্যটন স্পট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অফিস আদেশটি পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। সকাল থেকে যারা পার্কে প্রবেশ করেছিল, তাঁদের বের করে দেয়া হয়েছে। বর্তমানে কাউকে পার্কে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাফারী পার্ক বন্ধ থাকবে।
পাঠকের মতামত: