ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনালে টিকেট চকরিয়ায় পাওয়া যাবে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

আগামী ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্টের দুইটি সেমিফাইনালে টিকেট চকরিয়ায় চারটি পয়েন্টে পাওয়া যাচ্ছে। খেলা দেখতে আগ্রহী সকল ক্রীড়ামোদি দর্শকদের জন্য চকরিয়া সদরে চারটি পয়েন্টে টিকেট বিক্রির সুবিধা চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। তিনি বলেন, খেলার আগেরদিন পর্যন্ত ঢাকা ব্যাংক ও যমুনা ব্যাংক চকরিয়া শাখা থেকে টিকেট বিক্রি করা হবে। পাশাপাশি চকরিয়া নিউ মার্কেটের খেলাঘর ও ওশান সিটি মার্কেটের খেলাঘর থেকেও সকলে টিকেট ক্রয় করতে পারবেন। ##

পাঠকের মতামত: