ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু অনু: ১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ান মহেশখালী পৌরসভা

মহেশখালী প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুৃজিবুর রহমানের স্মৃতিচারণ উপলক্ষে সারাদেশ ব্যাপী শুরু হওয়া অনু:১৭ ফুটবল টূর্ণামেন্ট মহেশখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ১১ সেপ্টেম্বর বিকালে শেষ হয়েছে। উক্ত ফাইনাল খেলাই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন একাদশ কে ৪-১ গোলের বিশাল ব্যবদানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে মহেশখালী পৌরসভা ফুটবল একাদশ।

বুধবার বিকালে মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সবর্শেষ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, সহকারী কমিশনার ভুমি অংগ্যাজাই মারমা, মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ, মহেশখালী পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ নানা শ্রেনী পেশার হাজার হাজার দর্শক।

ফাইনাল খেলায় পৌরসভার একাদশের আবিদ হাসান হ্যাটিক করেন, অপর গোলটি করেন তার সহোদর আসিফ হাসান। খেলার শুরু থেকে ধলঘাটার খেলোয়াড়দের কোন ধরনের সুযোগ দেয়নি পৌরসভার খেলোয়াড়রা।

খেলা পরিচালনা করেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, সহকারী ছিলেন সাইফু ও মকুল ।

এদিকে মহেশখালী উপজেলায় পৌরসভা একাদশ চ্যাম্পিয়ান হওয়ায় মহেশখালী পৌরসভার সফল মেয়র আলহাজ¦ মকছুদ মিয়া টিমের সকল খেলোয়াড়, টিম ম্যানেজার ও কর্মর্কতা কর্মচারীদের অভিনন্দন জানান।

পাঠকের মতামত: