ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে চকরিয়া উপজেলা যুবলীগের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কুষ্টিয়ায় মৌলবাদি কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চকরিয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬নভেম্বর) বিকালে উপজেলা সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে মিছিলোত্তর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, সহ-সভাপতি নাছির উদ্দীন, কায়সার, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জমান অহিদ, তারেকুল ইসলাম চৌধুরী, ফরহাদ হোসেন পার্কেল, সহ-সম্পাদক ওসমান গনি, জয়নাল হাজারী, তৌহিদুল ইসলাম মিটু, ওয়াসিম, রানা, ফারুক, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম আদর, আমান উল্লাহ, আবদু রশিদ হায়দার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীরা উগ্রপন্থি মৌলবাদী। এরা স্বাধীনতা বিরোধী। অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। শান্তিময় দেশকে অশান্ত করার জন্য পাকিস্তানের দোষররা নতুন করে ষড়যন্ত্র মেতে উঠছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উগ্রবাদী কাটপন্থী কিছু মৌলবাদ ও স্বাধীনতা বিরোধী অপশক্তিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করে জাতিকে কলঙ্কিত করেছ। তারা বিভিন্ন সময় নানা অপকর্ম করে ইস্যু সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে যাচ্ছেন। বঙ্গবন্ধু সোনার বাংলায় দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ অতীতের ন্যায় সবসময় মাঠে থেকে তাদের প্রতিহত করবে বলে হুশিয়ার করে দেন।
উল্লেখ্য,শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে সারা দেশে নিন্দার ঝড় উঠে।উপজেলা যুবলীগের অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: