ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু’র আর্দশিক কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে -চকরিয়া কলেজে আওয়ামীলীগের সভায় বক্তারা

Chakaria Picture 04-08-17এম.জিয়াবুল হক, চকরিয়া ::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিলো দুখী মানুষের হাঁসি ফুটিয়ে জন-জীবনে সমৃদ্ধি আনা। পিতার এই আদর্শ বুকে ধারণ পুর্বক রাষ্ট্র পরিচালনা করে বাঙ্গালী জাতিকে বিশ^ দরবারে উচ্চ আসনে নিয়ে গেছেন দেশরত্ম শেখ হাসিনা। তাই কোন ধরণের বিভেদ-বিভাজন বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শীক কর্মীগণ যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালায়, তাহলে অবশ্যই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে।

গতকাল শুক্রবার ৪ আগষ্ট বিকালে চকরিয়া কলেজে স্থানীয় আওয়ামীলীগের সর্বষÍরের নেতা-কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। কক্সবাজার-১ নির্বাচনী এলাকার সংসদীয় দলের নেতা ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন-কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান এবং কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন আহামদ, জেলা আওয়ামীলীগের সদস্য শামসুল হুদা বি-এস.সি, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম. গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠিত সভায় চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া,চকরিয়া কলেজ পরিচালনা কমিটির সদস্য ও যুবলীগ নেতা ফয়সাল চৌধুরী, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, কবির আহামদ, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ্্ বাহাদুর, মাষ্টার মোহাম্মদ আলী, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাফর আলম সিকদার, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ ফরিদুল হক, আজিজুল মান্নান, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাষ্টার শফিউল ইসলাম, দারু”ছালাম মোহাম্মদ রফিক, দেলোয়ার হোসেন কৃষকলীগ নেতা কফিল উদ্দিন, নুরু”ছাফা, নুরুল হুদা, ছাত্রলীগ নেতা সোহেল মোহাম্মদ পারভেজ, রাজু দাশ, তোয়াছিন আনোয়ার জিহান, নুরুল ইসলাম, আমজাদ হোসেন, আবু ইউসুফ জয়, আবু নঈম শহীদুল ইসলাম, মিনহাজ উদ্দিন শান্ত, বোরহান উদ্দিন, মোঃ তারেক, শামীমুল ইসলার পাভেল ও রবিউল হাসান সহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপ¯ি’ত ছিলেন।

অনুষ্ঠিত সভায় সভায় সকলের সম্মতিক্রমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিীন চৌধুরী জিয়াকে আহ্বায়ক, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম চেয়ারম্যানকে যুগ্ম আহ্বায়ক, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে সদস্যসচিব ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে যুগ্ম সদস্যসচিব এবং সালাহ্উদ্দিন আহামদ সিআইপি, শামসুল হুদা বিএসসি, এডভোকেট আমজাদ হোসেন, রেজ্উাল করিম, লায়ন কমর উদ্দিন আহামদ ও খালেদ মাহমুদ মিতুনসহ ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় শোক দিবস-২০১৭ উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

পাঠকের মতামত: