ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ফেনী ক্রিকেট একাডেমী দুই দিনের সফরে কক্সবাজারে

ৃৃৃুিক্রীড়া প্রতিবেদক ::

দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন ফেনী ক্রিকেট একাডেমী। গতকাল ৯ মে সোমবার সকালে কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ, পরিচালক ও কোচ লতিফ উল্লাহ চৌধুরী ও সহকারি কোচ আতিকুর রহমানের আমন্ত্রণে দলটি পর্যটন নগরী আসে। সফরকালে তারা স্বাগতিকদের দুটি ওয়াডে ম্যাচ খেলবেন। ম্যাচ দুটি আজ ১০ মে মঙ্গলবার ও আগামীকাল বুধবার সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কক্সবাজার ক্রিকেট একাডেমীঃ আহনাফুজ্জামান দাইয়ান (অধিনায়ক), ইমরান (সহ অধিনায়ক), আরোজ ফারুক, নবীর হোসেন, ফয়সাল, মিশাল, রায়হান, আশফাক, ইমরান (ছোট), আকিব, রেজা, মাক্কী, খালেদ, হিমেল, রাহুল, হালিম, জাইন, গিয়াস ও রাইয়ান।

পাঠকের মতামত: