ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ফুলছড়ি বনবিটের এক মুন্সীর বিরুদ্ধে কাঠ পাচারের অভিযোগ

kattঈদগাঁও প্রতিনিধি ::

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বিটের এক মুন্সীর বিরুদ্ধে কাঠ পাচারে যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার ১৬ নভেম্বর দুপুরের দিকে এ কাঠ পাচারের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুলছড়ি বনবিটের অধীন জুমনগর নামক সামাজিক বনায়ন এলাকার লক্ষাধিক টাকা মুল্যের গাছ কেটে দিবালোকে পাচার করে চিহ্নিত বনখেকোরা। এসময় বনবিটের মুন্সী সেলিম পাচারকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ড্যাম্পারযোগে গাছগুলো পাচারে সহযোগিতা করে বলে অভিযোগ তুলে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে উক্ত মুন্সী স্থানীয় ও পাশর্^বর্তী এলাকার কাঠ চোর ও প্রভাবশালী লোকদের সাথে সখ্যতা গড়ে তোলে কাঠ পাচারে সহযোগিতা করে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুন্সী সেলিম অস্বীকার করে সংবাদ না করার অনুরোধ জানিয়ে চায়ের দাওয়াত দেয়। সহকারী বন সংরক্ষক ইউছুপের সাথে যোগাযোগ করা হলে পাচারের ঘটনাটির খোঁজ নিচ্ছেন বলে জানান। সামাজিক বনায়নের উপকারভোগী ও সচেতন এলাকাবাসী রক্ষকরূপী ভক্ষক এ মুন্সীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হস্তক্ষেপ কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

পাঠকের মতামত: