ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার বদলি ও যোগদান

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া : 

চকরিয়ার মালুমঘাটস্থ ফাঁসিয়াখালী রেঞ্জ কর্যালয়ের রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিনের হঠাৎ বদলির নির্দেশনা এসেছে। বদলির তথ্যটি নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও হক মাহবুব মোর্শেদ।

আবদুল মতিন সম্প্রতি কক্সবাজার দক্ষিণ বন বিভাগ অধীনে রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। অপরদিকে এ রেঞ্জে যোগদান করছেন ভোমারিয়া ঘোনার রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম। আগামী পহেলা নভেম্বরের মধ্যে তিনি ফাঁসিয়াখালী রেঞ্জে যোগদান করবেন বলে জানা যায়। মাজাহারুল ইসলাম ১৯৯৯ সালে বন বিভাগে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন বলে বন বিভাগ সুত্রে জানান। ইতিপূর্বে তিনি ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক ও লামা সদর রেঞ্জেও কর্মরত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিনকে শাস্তিমূলক বদলি করা হচ্ছে কিনা জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের ডিএফও হক মাহবুব মোর্শেদ বলেন, সরকারী নিয়মানুযায়ী এ রেঞ্জে তার মেয়াদকাল শেষের দিকে। তাছাড়া ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বদলি করা হচ্ছে।

পাঠকের মতামত: