চকরিয়া সংবাদদাতা ::
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল ডেইলপাড়া নতুন মসজিদ এলাকায় চাঁদ রাতে এক ছিনতাইয়ের ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এ সময় দ পক্ষের সংঘর্ষ ও গণ পিঠুনিতে ১৫ জন ব্যক্তি কমবেশী আহত হয়েছে। এসময় স্থানীয় লোকদের প্রতিরোধে মুখে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।। ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, ইউনিয়নের দিগরপানখালী এলাকার দুস্কৃতকারী মুজিবের নেতৃত্বে একদল ছিনতাইকারী রাজারবিল ডেইল পাড়া নতুন মসজিদ এলাকায় অবস্থান নিয়ে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে টমটম যাত্রীদের থামিয়ে মালামাল, নগদ টাকা ও মহিলাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন ছিনতাইয়ের করার খবর পেয়ে প্রতিরোধ করে। এসময় দিগরপানখালী এলাকার আশেক আহমেদর পুত্র মুজিবুল হক, সোলাতানের পুত্র রিদুয়ান প্রকাশ (ছাকলেদা) আবদুল হামিদ, হুমায়ন ও টমটম যাত্রীসহ ১৫ জনের মতো কমবেশী আহত হয়।
স্থানীয় লোকজন জানায়, চাঁদ রাতের দিন ওই এলাকায় দুস্কৃতকারী দলের হামলায় ৩ জন টমটম চালক ও ৫ মহিলাসহ ১৫ জন ব্যক্তি তাদের হাতে লাঞ্চিত ও হামলার শিকার হয়েছে। এসব দুস্কৃতকারী দলের সাথে ওই এলাকার মোস্তাকের পুত্র হুমায়ন, আলী আজম, জাহাঙ্গীর, রুবেল, জাহেদসহ বেশ কজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে।
এদিকে অভিযোগ উঠেছে, ছিনতাইয়ের ঘটনা থেকে রক্ষা পেতে পূর্বশত্রুতার জের হিসেবে উল্লেখ উল্টো পাশ্ববর্তী এলাকা দক্ষিণ ঘুনিয়ার বাসিন্দা হামিদ, মুকছুদ, বাহাদুরসহ বেশ কজনের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে।
পাঠকের মতামত: