ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

প্রেমিকের সাথে বিয়ে না দেয়ায় আলীকদমে তরুণীর আত্মহত্যা

লামা প্রতিনিধি ::  বান্দরবানের আলীকদম উপজেলায় মুবিনা আক্তার নয়ন (১৬) নামের এক তরুনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমিকের সাথে বিয়ে দিতে অমত করায় মা বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকার আজিজ কোম্পানীর তামাক ক্রয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। মুবিনা আক্তার নয়ন রেপারপাড়া এলাকার আমির হোসেন সর্দার পাড়ার বানিন্দা এনাম উদ্দিনের মেয়ে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মুবিনা আক্তার নয়ন ও একই এলাকার রহিম উদ্দিনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি প্রেমের টানে উভয়ে অজানার উদ্দেশ্যে পাড়িও জমায়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকরা তাদেরকে ফিরে আনেন। একপর্যায়ে প্রেমিক রহিম উদ্দিন বিবাহিত জানার পর নয়নের মা বাবা বিয়েতে অমত করেন। এর জের ধরে মা বাবার সাথে অভিমান করে রবিবার দিনগত রাত ১১টার দিকে মুবিনা আক্তার নয়ন ঘরের ভিমের সাথে গলায় ফাঁস দেন। পরে ঘরের ভিতরে মুবিনা আক্তার নয়নের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দীন চকরিয়া নিউজকে বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: