ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

প্রশিক্ষিত নারীরাই এ দেশ কে এগিয়ে নিয়ে যাবে….. মোস্তাক আহমদ চৌধুরী

13442174_10210051673670997_8590973231839955783_nনিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন,প্রশিক্ষিত নারীরাই এ দেশ কে এগিয়ে নিয়ে যাবে। অবহেলিত নারী সমাজ কে উন্নয়নের ধারায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তিনি আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “ জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষন “ র্শীষক প্রকল্পের কক্সবাজার জেলা কেন্দ্রের ইফতার মাহফিল,সনদ বিতরন ও বিদায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেছেন।
আজ শনিবার বিকালে জাতীয় মহিলা সংস্থা কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্তে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি ডাঃ সাইফুদ্দিন ফরাজি।
কম্পিউটার প্রশিক্ষক জাকিয়া সোলতানার পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,চম্পা উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার সহকারী প্রোগ্রামার নিউটন মিত্র, ছালেহা শিরিন বানু, রেখা নন্দী।
অনুষ্টান শেষে কম্পিউটার প্রশিক্ষন নেয়া ৪৬ জন নারী প্রশিক্ষর্নাথীদের মাঝে সনদ বিতরন করেন অতিথিরা।
সব শেষে সবার জন্য ছিল ইফতারের আয়োজন।

পাঠকের মতামত: