ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্নয়ে পরিকল্পিত টেকসই উন্নয়নে চকরিয়ার প্রতিটি জনপদকে সাজাতে হবে -চেয়ারম্যান সাঈদী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্নয় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় মাসিক উন্নয়ন সমন্নয় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছদুল হক ছুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মুনীর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ উল্লাহ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, সমবায় কর্মকর্তা আবদুল মান্নান।

সভায় বক্তব্য দেন চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম দুলাল, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

অনুষ্টিত সমন্বয় সভায় সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে সুন্দর আগামীর স্বপ্ন দেখেন। জনগনকে উন্নতমানের সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে পরিকল্পিত উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ উন্নতশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

তিনি বলেন, বিদেশী অর্থায়ন ছাড়া পদ্ম সেতু নির্মাণ একসময় বাংলাদেশের জন্য স্বপ্ন ছিল, দেশবাসিকে অবাক করে দিয়ে সরকার প্রধান শেখ হাসিনার সৃদক্ষ নেতৃত্বে আজ দেশের টাকায় নির্মিত হচ্ছে পদ্মা সেতু। একইভাবে সরকার দেশব্যাপী প্রতিটি সেক্টরে সমান উন্নয়ন কাজ তরান্বিত করেছে। এভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, আমাদেরকে ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর আগামী বির্নিমানে কাজ করতে হবে। সেইজন্য পরিকল্পিত উন্নয়নে চকরিয়া উপজেলাকে ঢেলে সাজাতে হবে। বন্যার তা-বে ক্ষতচিহৃ মুছতে হবে। আশাকরি প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধির সমন্নয়ের মাধ্যমে জনগনের কল্যাণে সবাই পরিকল্পিত টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করবো।

পাঠকের মতামত: