ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

প্রভাষ ধর মহেশখালী থানার নতুন ওসি

 মহেশখালী প্রতিনিধি ::  মহেশখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রভাষ ধর যোগদান করেছেন। মহেশখালীতে যোগদানের আগে প্রভাষ ধর কক্সবাজার জেলা সদরে ডিএসবি’র ডিআই (ওয়ান) হিসাবে কর্মরত ছিলেন। তার আগে প্রভাষ ধর রামু ও চকরিয়ার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।মহেশখালী থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ গত মাসে টেকনাফ মডেল থানায় বদলী হলে মহেশখালী থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী এতদিন ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব পালন করেন। একজন মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসাবে মহেশখালীর নতুন ওসি প্রভাষ ধর ইতিপূর্বে সফলতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত: