ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চকরিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন।
এদিকে আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে চকরিয়া উপজেলা যুবলীগের উদোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ ডিসেম্বর চকরিয়া থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। বিশেষ বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাবেক সিনিয়র সহসভাপতি মো ওয়ালিদ মিল্টন।
চকরিয়া উপজেলা যুবলীগের প্রস্তুতি সভায় আওয়ামী লীগ চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ, চকরিয়া উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির বলেন, আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। সাংগঠনিক নেত্রীর আগমন উপলক্ষে চকরিয়া উপজেলা যুবলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে যুবলীগের চকরিয়া উপজেলা কমিটির অধীন সকল ইউনিয়ন ও ইউনিট কমিটির মাধ্যমে নেতাকর্মী সবাইকে উজ্জীবিত করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সভায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ভাই দিকনির্দেশনামুলক বক্তব্য দিয়েছেন। তারা আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করতে যুবলীগের সকলস্থরের নেতাকর্মীকে আহবান জানিয়েছেন।

 

পাঠকের মতামত: