ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের চারদফা দাবী

Cox Andolon Picসংবাদ বিজ্ঞপ্তি ::
পর্যটন নগরীরে উন্নয়নে প্রধানমনত্রীর কাছে চারদফা দাবী জানিয়েছে পরিকল্পিত কক্সবাজার আন্দোলন। এ দাবীতে বুধবার (৩ মে) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
দাবীসমূহ হলো- টাকার নোটে কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি ছাপানো, পর্যটন নগরী কক্সবাজারকে জাতীয় পর্যটন নগরী ঘোষণা, বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিজম এম্বাসেডর নিয়োগ ও পরিকল্পিত উন্নয়নে মাস্টার প্ল্যান বাস্তবায়ন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়ক ও মুখপত্র সাংবাদিক আবদুল আলীম নোবেল, সমন্বয়ক (প্রশাসন) মম আহমদ, সমন্বয়ক (দপ্তর ও যুব উন্নয়ন) সিমাম মাহমুদ সোহেল, সমন্বয়ক (নারী ও শিশু) রূপ নূর এনি, সমন্বয়ক (যোগাযোগ) ঈসা রুহুল্লাহ রাহুল, এসোসিয়েট মেম্বার মিজানুর রহমান, মোহাম্মদ কাসেম, রবিউল আলম হৃদয়।

পাঠকের মতামত: