ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

প্রথম আলো বন্ধুসভা: কক্সবাজার সরকারি কলেজ কমিটি ঘোষনা

cox-prothom-alo-1প্রেস বিজ্ঞপ্তি:
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন ২৬ ডিসেম্বর সোমবার বিকালে বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বন্ধুসভা জেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।

বক্তব্য রাখেন, বন্ধুসভা জেলা শাখার সহসভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক জাহেদ নুর জিতু, নারী বিষয়ক সম্পাদক ফারিয়াল মৌমিতা পুষ্পি, ইনজামামুল হক, শাফকাত শাহরিয়ার রশিদ, জাবিন বিনতে সেলিম, তাশমিলা তাশফি, রহিমা আকতার খুশি প্রমুখ। সম্মেলনে এক বছরের মেয়াদের জন্য ৩১ সদস্য বিশিষ্ট প্রথম আলেক্বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজের নতুন কমিটি ঘোষনা দেওয়া হয়।

# নতুন কমিটি :

সভাপতি-ফাউজিয়া তাবাচ্ছুম, সহ-সভাপতি- মোহাম্মদ জাইন, জোবায়ের ইসলাম পাবেল ও ফাহিম কুদ্দুস প্রিয়, সাধারণ সম্পাদক- এহেসানুর রহমান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক- রহিম উল্লাহ, ইমরুল শাহেদ ও কামাল উদ্দিন আরমান, সাংগঠনিক সম্পাদক- জাবেদ নুর শান্ত, উপ-সাংগঠনিক সম্পাদক- আশফাক শাহরিয়ার রশিদ, নারী বিষয়ক সম্পাদক- রুকসানা আক্তার, পাঠচক্র সম্পাদক- ইশতিয়াক ফেরদৌস তিশাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মুরাদ মোক্তাদির তোহা, যোগাযোগ সম্পাদক- আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক- মিনহাজ উদ্দিন ইমন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক- তারেকুল ইসলাম, দপ্তর সম্পাদক- আল ফয়সাল সিজান, সাহিত্য সম্পাদক- ছেনি রাখাইন, পাঠাগার সম্পাদক- জান্নাতুল শারমিন, প্রশিক্ষণ সম্পাদক- ফ্রান্সিসকো ডি ফ্লোরেন্স, অর্থ সম্পাদক- কায়সার হামিদ নয়ন, সমাজকল্যাণ সম্পাদক- ইরফান মোহাম্মদ সাকিব, পরিবেশ সম্পাদক- শফিকুল মোস্তফা আহিল, ক্রীড়া সম্পাদক- হুবায়তুল গীর রবি, অনুষ্ঠান সম্পাদক- মোস্তফা জামান তাইফ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হোসাইন মোহাম্মদ সাজ্জাদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক- মো: সৌরভ। সদস্য- আবদুল মোমেন, ইশতিয়াক সিজান, মো: পারভেজ, বুলবুল ইসলাম সোহাগ।

এছাড়া ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

তারা হলেন- প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মফিদুল আলম, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, গণিত বিভাগের প্রভাষক নিজাম উদ্দিন ফারুকী ও ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী।

সম্মেলন শেষে বিলুপ্ত কমিটির সদস্যরা নতুন কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। নতুন কমিটির সদস্যরা আগামী দিনে বন্ধুসভাকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত: