ফারুক আহমদ, উখিয়া ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরুতেই উখিয়া-টেকনাফ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ধানের শীষ মার্কায় ব্যাপক জনতার ঢল নেমেছে।
সোমবার (১০ ডিসেম্বর) গণমানুষের প্রিয় নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে নামেন। এলাকার সর্বস্থরের জনগণ ও ভোটার পরীক্ষিত এ নেতার আগমনের খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। তাকে জড়িয়ে ধরে কুলাকুলি সহ ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগে নেমে পড়েন।
সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী উত্তর শীলখালী, দক্ষিণ শীলখালী, জাহাজ ভাঙ্গা, মারিশবনিয়াসহ নোয়াখালীতে গণসংযোগ করেন। দীর্ঘ ১৮ কিলোমিটারে ২৫টি ষ্টেশন ও স্পর্টে তিনি ধানের শীষ মার্কায় ভোট চেয়ে জনগণের দুয়ারে দুয়ারে যান। শাহজাহান চৌধুরীকে দেখে স্থানীয় জনগণ ও ভোটার আবেগ আপ্লোত হয়ে উঠে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ হোসেন মেম্বার, সহ-সভাপতি মোহাম্মদ হারুন ও আহমদ হোছন, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সহ-সাধারণ সম্পাদক মৌলভী শামশুল আলম, উত্তর বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কায়েম, সাধারণ সম্পাদক ছাবের আহমদ, টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুন্নবী, মেম্বার আব্দুল হক, মেম্বার হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শামশুল আলম মেম্বারসহ বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: