নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাবু’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার ১৭ফেব্রুয়ারি দুপুর একটার দিকে চকরিয়া পৌরশহরে নিউ মার্কেট চত্ত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরআগে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে দলটির নেতৃবৃন্দরা।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালিদ মিল্টনের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম সেলিম, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদ ফরিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, অর্থ সম্পাদক আজিজুল হক, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন শান্ত, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, সহসভাপতি নাসির উদ্দিন, সাইফুল প্রমুখ।
এদিকে বিকেল পাঁচটার দিকে পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালিদ মিল্টনের নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সন্ত্রাসী হামলা আহত কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাবুকে দেখতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছুটে যান।
পাঠকের মতামত: