ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের সভায় মেয়র মাবু, জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে হবে

aaসংবাদ বিজ্ঞপ্তি :::

কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌছে দিতে হবে। পৌরবাসী সেবা থেকে বঞ্চিত হলে দুর্নাম হবে সবার। তাই পৌর কর্মকর্তা-কর্মচারিদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। গতকাল শনিবার ২৫ জুন পাবলিক লাইব্রেরীর হল রুমে কক্সবাজার পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসোসিয়েশনের সভাপতি কক্সবাজার পৌরসভার সচিব সামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর সিরাজুল হক, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এ,এস,আই আকতার কামাল, মহেশখালী পৌরসভার বাজার পরিদর্শক আবু তাহের, লামা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ তানফিজুর রহমান, পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের এএসপি আবু ছালাম, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল ও জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে।

পাঠকের মতামত: