ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

পোকখালী থেকে নিখোঁজ আরো একজনের মৃতদেহ উদ্ধার

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের পোকখালী ও চৌফলদন্ডীর মধ্যবর্তী এলাকার বাইন্যাজুরা এলাকার পশ্চিমে মহেশখালী চ্যানেলের সাগরে শখের বসে মাছ শিকার ও ভ্রমন করতে গিয়ে কাল বৈশাখীর কবলে পড়ে নৌকা ডুবে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজের তিনদিন পর আরো একজনের মৃতদেহ উদ্ধার করে হয়েছে।উদ্ধার হওয়া ছাত্র সদরের ৫নং জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার আবুল হাইয়ের ছেলে শফিউল্লাহ(১৪)। বিষয়টি সিবিএনকে নিশ্চিত করে তার মামাত ভাই জালালাবাদ ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মহেশখালীর শাপলাপুরের কাঁছাকাছি সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা। তারা বিষয়টি মোঠোফোনে জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি।এ রিপোর্ট লিখা পর্যন্ত তার মৃতদেহটি চৌফলদন্ডী ঘাট দিয়ে বাসায় আনা হচ্ছে।এর আগের দিন বুধবার নিখোঁজ পোকখালী ইউনিয়নের দঃ নাইক্যংডিয়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র লোকমান হাকিম(১৪ )এর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।তারা দুইজনই নাইক্ষ্যংডিয়া এসটি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ছিল।উল্লেখ্য,৩০ এপ্রিল বিকাল ৪ টার দিকে শখের বসে সাগরে মাছ শিকার ও ভ্রমন করতে যায় নিহত দুইজনসহ আরো ৬ বন্ধু। এ সময় কাল বৈশাখীর তান্ডবে তাদের বহনকৃত নৌকাটি সাগরে ডুবে যায়। ৬ জন সাঁতার কেটে কুলে ফিরে আসতে পারলেও এ দুইজন ২/৩ দিন নিখোঁজ ছিল।

পাঠকের মতামত: