নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
সদ্য প্রকাশিত এইচ এস সি পরীক্ষার ফলাফলে পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনষ্টিটিউট প্রতি বছরের ন্যায় এ বছর ও সাফল্য অর্জন করেছে। ফলাফলে দেখা যায় হিসাব রক্ষণ শাখা থেকে ৯ জন, কম্পিউটার অপারেশন শাখা থেকে ১ জনসহ মোট ১০ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। এছাড়াও ৪৬ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। মোট পরীক্ষার্থী সংখ্যা ১০৫ জন। পাসের হার ৯১.৪৩%।
তথ্য মতে ১৯৯৫ সালে পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলে কর্মমূখী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য বাংলাদেশ কারিগরী শিক্ষা র্বোডের অধীনে বি এন পির স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ সালাহউদ্দিনের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্টিত হয় পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনষ্টিটিউট। প্রতিষ্টার পর পরই বোর্ড পরীক্ষায় ১ম এবং ততৃীয় স্থান লাভ করে এ প্রতিষ্টানের শিক্ষার্থীরা। লেখা পড়ার দিক দিয়ে এ প্রতিষ্টান কলেজ পর্যায়ে উপজেলার চেষ্টা কলেজ নির্বাচিত হয়েছে। বেশ কয়েকবার জেলার মধ্যে ও শ্রেষ্ট কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেন। এ প্রতিষ্টানের শিক্ষার্থীরা প্রতি বার বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন করে যাচ্চে। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এ প্রতিষ্টা পরিচালিত হচ্ছে। বর্তমানে এ প্রতিষ্টানের প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন উচ্চ পদে আসীন হয়েও এ প্রতিষ্টানের সফলতা ধরে রেখেছে এবং সুনাম বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন অত্যন্ত খুশি লাগছে আজ। আমার কলেজ থেকে ১০ জন এ প্লাস পেয়ে এ কলেজের প্রতিষ্টাতা এবং পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকাসহ সকলের সম্মান রক্ষা করেছে। আমি আজ অত্যন্ত গর্বিত। এ ফলাফলের পিছনে আমার শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত নিরলস পরিশ্রম করেছেন। এ ফলাফলে আমার শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে আমি তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। আসলে পরিশ্রম করলে সফলতা অর্জন করা সম্ভব। ভবিষ্যতে যে এ ধারা অব্যাহত রাখতে পারি সেই দোয়া ও সহযোগিতা কামনা করছি।
পাঠকের মতামত: