ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

পেকুয়া র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ২ জলদস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

এম দিদারুল করিম, পেকুয়া থেকে ::

কক্সবাজার পেকুয়ার মগনামা জালিয়াপাড়া এলাকায় র‍্যাব-৭ এর টহল দল ও উপকূলীয় জলদস্যুদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বুধবার ভোর ৫টায় এ ঘটনায় নিহত দুই জলদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে র‍্যাব ও পেকুয়া থানা পুলিশ ০৮ টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সকালে লাশ দুটি পেকুয়া থানার এসআই শিমু্ল নাথ প্রাথমিক ময়নাতদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এসআই শিমুল নাথ জানান, ভোর ৫টায় লাশ দুইটি র‌্যাবের  মাধ্যমে মগনামার জালিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। মামলার পর হয়তোবা নাম উল্লেখ করতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত: