ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়া রাজাখালী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের বীরোচিত সংর্বধনা

COXS-NEWSচকরিয়া নিউজ ডেস্ক ::: ::::

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কক্সবাজারের পেকুয়া রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ২ মার্চ/১৬ সালের বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ক্রেস্ট এবং ফুটবল উপহার দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এর ধারাবাহিকতা বজায় রেখে কক্সবাজারের সুনাম সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু প্রমুখ। খেলোয়াড়দের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদেরও সংবর্ধনা প্রদান করা হয়।

পাঠকের মতামত: