ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়া বিএনপি’র সভাপতি বাহাদুর শাহ সহ ১১ নেতা কারামুক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::  পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ্, টৈটং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, উজানটিয়া ছাত্রদল নেতা আবুল হাশেম সহ পেকুয়া বিএনপি’র ১১ জন নেতা কক্সবাজার জেলা কারগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। পেকুয়া উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে কারাগার থেকে তাঁরা মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতৃবৃন্দরা তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে প্রাপ্ত আগাম জামিনের মেয়াদ শেষে জামিন চেয়ে চকয়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৩ জানুয়ারি আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসব বিএনপি নেতৃবৃন্দ মুক্তি লাভ করলেন।

পাঠকের মতামত: