ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার. পেকুয়া ::

চলমান এস এস সি পরীক্ষার প্রথম দিনে পেকুয়া কেন্দ্র-২ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে অনিয়মিত পরীক্ষাথীর প্রশ্নে নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার দায়ে কেন্দ্র সচিব আবুল হাসেম কে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম কর্তৃপক্ষ। গত ২০১৮ সালে একই কেন্দ্রে এস এস সি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান পরীক্ষায় সেট পরিবর্তন করে তোপের মুখে পড়েন তিনি। সেই বার রাজনৈতিক ভাবে এবং প্রশাসনিক ভাবে কোনরকম সমাধা করে। এ বারও একই ভাবে ভুল করায় ওনাকে সচিবের পদ সরিয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে সচিব করেছে শিক্ষা বোর্ড। বর্তমান সচিব বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত: