ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়া বাজারে উচ্ছেদ হচ্ছে শতাধিক ভাসমান ব্যবসা

pekua,,ekনাজিম উদ্দিন, পেকুয়া :::

কক্সবাজারের পেকুয়ার প্রধান ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌং বাজার ( পেকুয়া বাজার) থেকে উচ্ছেদ হতে চলছে ফুটপাত ব্যবসা। বরইতলী-পেকুয়া মগনামা সড়কের কবির আহমদ চৌং বাজার পয়েন্টে সড়কের জায়গা দখল করে দীর্ঘ দিন ধরে গড়ে উঠেছে ভ্রাম্যমান ব্যবসা। বাজারের বিপুল অংশে ফুটপাত দখল করে তারা অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে করে পেকুয়া বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। সড়কের দু’পাশের্^ ভ্রাম্যমান ব্যবসা সম্প্রসারণ হওয়ায় যানচলাচল ব্যহত হচ্ছে। সম্প্রতি ফুটপাত ব্যবসার কারণে পেকুয়া বাজারে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। পেকুয়া বাজারের ওয়াপদা (পাউবো)ভবন থেকে বিএনপি কার্যালয় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকায় যানজট তীব্রতর হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ধরে যানবাহন চলাচলে ঘটছে বিঘœতা। এদিকে পেকুয়া বাজারে যানজট নিরসন করতে বাজার থেকে ফুটপাত ব্যবসা অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার পেকুয়া বাজার ব্যবসায়ীক কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (বণিক) সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে বিকাল ৪ টায় বাজারের ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতারা পেকুয়া বাজারের যানজট নিরসন করতে আগামী কাল (আজ) শুক্রবার থেকে ফুটপাত থেকে ভাসমান ব্যবসা অপসারণ করার নির্দেশনা দেয়। পেকুয়া বাজার ব্যবসায়ীক কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র ডিরেক্টর ওসমান গণির সভাপতিত্বে ও ডিরেক্টর শাহেদ ইকবালের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সেক্রেটারী মো.মিনহাজ উদ্দিন। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন জামাল হোসেন, শওকত, মো. হোছাইন, আবুল শামা, মো. ফারুক। এ সময় ফুটপাত ব্যবসায়ীরা কিছু দাবী দাওয়া তুলে ধরেন ব্যবসায়ীক নেতাদের উদ্দেশ্য। ফুটপাত ব্যবসায়ীদের দাবী তারা অসহায় ফুটপাতে সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে সংসারের রুজি রোজগার করি। উচ্ছেদ হলে প্রায় শতাধিক ব্যবসায়ীরা চরম ভাবে অর্থনৈতিক ঝুঁকিতে পড়বো। বাজারের যেকোন স্থানে তাদেরকে পুর্নবাসন করার তাগিদ দেন। ইজারাদারের কাছে আমরা জোর দাবি করছি বাজারের যেকোন স্থানে আমাদেরকে ব্যবসা করার স্থান নির্ধারন করে দিতে। এ ব্যাপারে পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মিনহাজ উদ্দিন জানান বাজারকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন যানচলাচলে স”ল রাখতে ফুটপাত অবমুক্ত করা ছাড়া বিকল্প আর কোন পথ নেয়। তাই তাদেরকে নিয়ে জরুরী বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবুল কাসেম, রাহমত উল্লাহ, মাহামুদুল করিম, বাচ্ছু, তাজেম উদ্দিন, রিকন দাশ, আব্দু শুক্কুর, জাকেরিযা, কালু, আমজাদ মিয়া, ইসমাইল, আরাফাত, রাশেদ, আলী আকবর, গিয়াস উদ্দিন, নেজাম উদ্দিন, বাবু, ফোরকান, আনচার উল্লাহ, জয়নাল, নুরুল আলম, হানিফ, সাজ্জাদ, বেলাল হোছাইন প্রমুখ।

পাঠকের মতামত: