ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়া পৌরসভা ঘোষনার দাবীতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি ,পেকুয়া:::pekua,,

পেকুয়ায় পৌরসভা ঘোষনা করার দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। ৯ মে বিকাল ৪ টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়ায় পৌরসভা বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচী পালন করে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সর্বস্থরের জনতা শহীদ মিনারের অবস্থান করে। এসময় সর্বস্তরের জনতার ওই কর্মসূচীতে ঐক্যমত পোষন করেন বিভিন্ন গঠনমূলক দাবী নিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম শাহাদত হোছাইন, তরুন আইনজীবি রাশেদুল কবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি জাকেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নুরুল আজিজ এম এ, যুবলীগ নেতা আজম, এস এম হানিফ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, সৈনিকলীগের সাধারণ সম্পাদক ফারুক, ছাত্রলীগ নেতা ওসমান ছরওয়ার বাপ্পী, জকরিয়া। এসময় বক্তারা চকরিয়া পেকুয়া আসনের সাংসদ হাজী ইলিয়াছের বৈষ্যমের প্রতিবাদ জানান। সাংসদ ইলিয়াছ যদি বদরখালীকে পৌরসভা ঘোষণা করার জন্য সংসদের উপস্থাপন করতে পারেন তাহলে পেকুয়াকে পৌরসভা ঘোষণা করার প্রস্তাব উপস্থাপন করতে পারেন নি কেন? তিনি কেন পেকুয়ার মানুষের সাথে বৈষ্যম করছেন। বক্তারা আরো বলেছেন ওনি শুধু চকরিয়ার এমপি নন পেকুয়ারও এমপি। পরে সকলেই পৌরসভা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবে বলে ঐক্যবদ্ধ হন।

……………………………………………

পেকুয়ায় ফুলঝাড়– ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা আহত-১

নিজস্ব প্রতিনিধি.পেকুয়া:

পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় সন্ত্রাসীদের হামলায় মোহাম্মদ আবদুল খালেদ (৩৫) নামের এক ফুলঝাড়– ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। সে ওই এলাকার বাদশা মিয়ার পুত্র। গত ৮ মে সন্ধ্যা ৭ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আবদুল খালেদ ওই এলাকা থেকে এলাকার বতআলী, নজির আহমদ, জাফর থেকে সামাজিক বনায়নের জায়গা ক্রয় করে দীর্ঘ ১৭ বছর যাবৎ বসতবাড়ি নির্মান করে বসবাস করে আসছিল। ওই জায়গা থেকে এলাকার আবদুল খালেদকে চিরতরে উচ্ছেদ করার জন্য একই এলাকার মোহাম্মদ শফি, নুরুন্নবী, জামাল গং ওই সময়ে তাকে হাতুড়ি, দা, কিরিচ দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে বনাঞ্চলে লুকিয়ে রাখে। সন্ত্রাসীরা তার নিকট থেকে ব্যবসার সঞ্চয়কৃত নগদ ৪৫ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ওই ঘটনার স্থান থেকে এলাকার কমরেড রাজা মিয়া গং উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রী হাছিনা বেগম জানান, একইভাবে আবদুল খালেদকে সন্ত্রাসীরা এক বছর পূর্বে হামলা করেছিল। এ ব্যাপারে পেকুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

পাঠকের মতামত: