ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পেকুয়া জিএমসিতে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন

fffffপেকুয়া প্রতিনিধি.

পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশনে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। পেকুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ জিএমসির কেবিনেট নির্বাচনে গত ৬ এপ্রিল ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। প্রায় আড়াই হাজারের অধিক ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৮টি পদের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। রাত প্রায় ১টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষিত হয়। নির্বাচনে সরাসরি ভোটে আটজন বিজয়ী হয়েছেন। ষষ্ঠ শ্রেণিতে ১ম বিজয়ী হয়েছেন সাইমুম ছরওয়ার কাফি, সপ্তম শ্রেণিতে বিজয়ী হয়েছেন মুশফিক আলী সাজিদ ও ফারিয়া তারান্নুম তাহি, অষ্টম শ্রেণিতে জয়ী হয়েছেন জোহরা তাবাচ্ছুম, নবম শ্রেণিতে বিজয়ী হয়েছেন জাহেদুল ইসলাম ও ইকরা মনি। দশম শ্রেণিতে বিজয় লাভ করেছেন ইরফান উদ্দিন ও মো.রাশেদ। ষষ্ঠ শ্রেণিতে প্রথম বিজয়ী সাইমুম সরওয়ার কাফি ও সপ্তম শ্রেণিতে বিজয়ী ফারিয়া তারান্নুম তাহি দুজনেই আপন ভাইবোন। ভোটাররা তারা দু’ভাইবোনকে সর্বাধিক ভোটে বিজয়ী করেছেন। কাফি ও তাহি পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরীর বাজারস্থ জেলার অন্যতম সর্ববৃহত বাণিজ্যিক ভবন এস.ডি সিটি সেন্টারের মালিক মো.সরওয়ার উদ্দিন ও দিলহুর সোলতানা ডেজির সন্তান। এদিকে পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশনে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস ও উম্মোদনা তৈরি হয়। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী ও সমর্থকদের মধ্যে দুপুরের দিকে উত্তেজনা দেখা দেয়। এসময় কিছুক্ষনের জন্য ভোট গ্রহণ বন্ধ করে কর্র্তৃপক্ষ। পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ বিদ্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুর ২টা ১০ মিনিটে পুনরায় ভোট গ্রহণ হয়। রাতে অধিক নিরাপত্তা জোরদার করতে জিএমসির আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে র‌্যাবের টহল জোরদার করে।

পাঠকের মতামত: