ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়া জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি :  কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়েতের সাবেক আমির ডাঃ আলী আকবরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮সেপ্টেম্বর) সকালে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আলী আকবর পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার একটি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিলেন আলী আকবর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার আলী আকবর জামায়েতের রাজনীতিতে সক্রিয়। সে দীর্ঘ সময় পেকুয়া উপজেলা জামায়েতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও সহিংসতার মামলা রয়েছে। গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: