ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে পেকুয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলার এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাচ্ছেম বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম। সভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে পেকুয়া সদরের বাহাদুর শাহ, টৈটংয়ের জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামার শরাফত উল্লাহ ওয়াসিমসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। তন্মধ্যে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার দিবসকে সামনে রেখে নেওয়া সরকারি কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিগত সময়ে পেকুয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। আগামীতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়। ##

পাঠকের মতামত: