ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

পেকুয়া আল-কোরআন ফাউন্ডেশনের প্রকাশনা হৃদয়ে সীরাতুন্নবী (সাঃ) বই’র মোড়ক উন্মোচন 

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়া উপজেলা আল কোরআন  ফাউন্ডেশনের প্রকাশনা হৃদয়ে সীরাতুন্নবী (সাঃ) বই’র মোড়ক উন্মোচন অনুষ্টান আজ মমঙ্গলবার সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইন।

প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন হৃদয়ে সীরাতুন্নবী সা.বই’র সম্পাদক মুহাম্মদ আতিকুল

ইসলাম।  বিশেষ মেহমানের বক্তব্য পেশ করেন, মোহাম্মদিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক

মাও: আব্দুল হামিদ।   ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন,  সাংগঠনিক সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, অর্থসম্পাদক মাও:আজিজুল হক মুনির প্রমূখ।

প্রধান আলোচকের বক্তব্যে বইটির সম্পাদক মুহাম্মদ আতিকুল ইসলাম বলেন, ‘সীরাতে রাসুল সা: অধ্যয়নে নবপ্রজন্ম কে উদ্ধুদ্ধ করতে হবে।কিন্তু দু:খের বিষয় হলো আজ নবপ্রজন্মদের হাতে গল্প উপন্যাস-পত্রিকা ও দামী মোবাইল থাকে এজন্য মাসিক একটি ব্যয়খাতও রয়েছে তার। অথচ রাসুল সা:এর সীরাত অধ্যয়নে সে একেবারে গাফেল।

 তিনি আরো বলেন, রাসুলের জীবনী না পড়লে কিভাবে সোনার মানুষ হবে সে।এজন্য প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে সীরাতে রাসুল গ্রন্থ থাকা আবশ্যক ও সে অনুযায়ী জীবন গড়া ছাড়া বিকল্প নেই।

হৃদয়ে সীরাতুন্নবী সা.বইটি রাসুল সা.এর জীবন সম্পর্কে পাঠক মহলকে অবগত করতে বহুমাত্রিক মানবীয় চেতনার দিগন্ত উন্মোক্ত করবে। যেহেতু এখানে যারা লিখেছেন তারা সবাই দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক,ও বহুগ্রন্থ প্রণেতা  ড.আ ফ ম খালিদ হোসেন, মুফতি আবুল হাসান শামসাবাদী,  মাহফুয আহমদ, মাওলানা মুহি উদ্দিন খান রহ:প্রতিষ্টাতা মাসিক মদিনা মুফতি কোরবান আলী কাসেমী  আল্লামা ইসমাইল নুরপুরী,  মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুহাম্মদ আজিজুর রহমান হেলাল। রাস্ট্রচিন্তুক মুহাম্মদ গোলাম রব্বানী ইসলামাবাদী   আল্লামা জুনাইদ বাবুনগরী প্রমুখ।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আব্দুল্লাহ।  সভা সঞ্চালনা করেন

মাও আজিজুল হক মুনির।  সভাশেষে মোনাজাত করেন প্রধান মেহমান আলহাজ্ব মাও:নুরুল হোছাইন।

পাঠকের মতামত: