ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

শ্বাশুর-জামাই নিহত পেকুয়ায় হাতির আক্রমনে

nihotপেকুয়া প্রতিনিধি.

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া হাজি¦ বাপের ছনখোলা নামক এলাকায় হাতির আক্রমনে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শিলখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে ছৈয়দ নুর (৫৭) ও একই এলাকার চাঁন মিয়ার ছেলে মো.আলমগীর (৩২)। গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতরা দু’জনই সম্পর্কে আপন শ^শুর-জামাই। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ইউএনও জয়নাল আবদিন, শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন, ইউনিয়ন আ’লীগ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, যুবলীগ সভাপতি শেখ ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্রে জানাগেছে, ছৈয়দ নুর ও আলমগীর শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া হাজি¦ বাপের ছনখোলা নামক দূর্গম পাহাড়ি এলাকায় চলতি আমন মৌসুমে জমিতে ফসল ফলায়। আমন ধান কেটে মাড়াই করার জন্য ওই স্থানে তারা অস্থায়ী খামার তৈরি করে। পাকা ফসল কেটে ওই স্থানে স্তুপীকৃত করে তারা। ধান পাহারা দিতে রাতে তারা জামাই-শ^শুর ওই বাসাতে ঘুমান। এদিন ভোরে পাহাড়ি ওই স্থানে বন্য হাতির পাল পাকা ধান খেতে হানা দেয়। এসময় ঘুমন্ত অবস্থায় হাতির আক্রমনে তারা দু’জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজনকে রক্তাক্ত মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছৈয়দ নুরের নাড়ি ভুড়ি বের হয়ে যায়। অপর নিহত আলমগীরের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন আছে বলে তারা জানিয়েছেন। পেকুয়া থানার এ.এস.আই নাছির উদ্দিন জানিয়েছেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত হচ্ছেনা। তবে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত: