নিজস্ব প্রতিনিধি. পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর লরির ধাক্কায় টমটম চালকসহ ৪ পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম সিনিয়র মাদ্রাসার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদূশী ও আহতরা জানান, ওই দিন সন্ধ্যার পর আন্নর আলী মাতবরপাড়া এলাকার মৃত গোলাম কাদেরের পুত্র নুরুল আজিম টমটম চালিয়ে পেকুয়া চৌমুহনী হতে বাড়ি যাওয়ার সময় আন্নর আলী মাতবরপাড়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম সিনিয়র মাদ্রাসার মোড়ে গিয়ে পৌছলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি লরী পেছন দিক থেকে গিয়ে জোরে ধাক্কা দেয় এসময় টম টম উল্টে গিয়ে টমটম চালকসহ ৩ পথ চারী গুরুত্বও আহত হয়। আহতরা হলেন ওই এলাকার মৃত সাচি মিয়ার পুত্র জসিম উদ্দিন(৬০), মো কালুর পুত্র আবুল শামা, নুরুল আলমের পুত্র সেলিম। স্থানীয়রা এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা আরো জানান, আহত পথচারীরা সকলেই দিনমজুর। তারা কাজ শেষে বাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে। আহতদের দেখতে দ্রুত হাসপাতালে ছুটে আসেন মাতবরপাড়া সমাজ কমিটির সভাপতি আলহাজ¦ আনছার উদ্দিন। তিনি বলেন সেনাবাহিনীর গাড়ী ধাক্কায় তারা আহত হয়েছে। তবে সেনাবাহিনীর এক কর্মকর্তা এসে আহতদেরকে দেখে গেছেন।
পাঠকের মতামত: