ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় সরকারি চালসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়ায় একটি চালের গুদাম থেকে ১৯ হাজার ৯৯০ কেটি সরকারি চাল মজুদের দায়ে দিদারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। আটক দিদারুল ইসলাম উপজেলার শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ এলাকার কামাল হোসেনের ছেলে বলে জানিয়েছেন।

পেকুয়া সহকারি কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের মধ্যে ৩৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২০০ বস্তা ৫০ কেজি ওজনের রয়েছে। গুদামটি সিলগালা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ধৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত: