ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় শীর্ষ সন্ত্রাসী ছৈয়দ নুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

পেকুয়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছৈয়দ নুর (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকা থেকে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে উপ পরিদর্শক আশিকুর রহমান সহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ছৈয়দ নুর একই এলাকার বদি আলমের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকে আগামীকাল (শনিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। শীর্ষ সন্ত্রাসী ছৈয়দ নুরকে গ্রেপ্তার করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

পাঠকের মতামত: