ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় পারিবারিক বিরোধের জের ধরে রিয়াজ উদ্দিন প্রকাশ ছোটন (২৮) নামের এক র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার (১৯নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পেকুয়া ফিলিং স্টেশনের উল্টো পাশে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ উদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের শেকেরকিল্লা ঘোনা এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে র‍্যাবে-১৩ (রংপুর) এ কর্মরত রয়েছেন। গত চারদিন পূর্বে তিনি ছুটিতে বাড়ী আসেন। আহত রিয়াজ উদ্দিনের স্ত্রী বলেন, একই এলাকার নাজেম উদ্দিনের ছেলে মামুন ও মোবাশ্বেরের নেতৃত্বে আরো ২-৩জন ব্যক্তি আমার স্বামীর উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: