ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত করেছে দূর্বূত্তরা

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত করেছে দূর্বূত্তরা। আহত ইমামের নাম হাফেজ ইমতিয়াজ মুহাম্মদ সায়েম (৩০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ভোর সাড়ে ৫ ঘটিকার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে ঘটনাটি ঘটে। আহত ইমাম পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটাস্থ হাজ্বী আছহাব মিয়া জামে মসজিদের পেশ ইমাম।

আহত ইমাম ইমতিয়াজ মুহাম্মদ সায়েম জানান, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মসজিদের বারান্দায় বসে পবিত্র কোরআন তেলওয়াত করছিলেন। এ সময় আকস্মিকভাবে একজন মুখোশ পরিহিত দূর্বূত্ত মসজিদে ঢুকে তার পিঠে ছুরিকাঘাত করে। এসময় তিনি শৌর-চিৎকার শুরু করলে এলাকাবাসীরা এগিয়ে এলে হামলাকারী দূর্বূত্ত পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: