ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ভোটারের ব্যাপক উপস্থিতির মাঝেও নির্বাচনী সহিংসতায় আহত-১, আটক-১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউপির নির্বাচনে নারী পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতির মাঝেও নির্বাচনী সহিংসতায় রিদুয়ান নামে এক সমর্থক আহত হয়েছে। এছাড়াও জাল ভোট দেয়ার সময় মাহামুদুল করিম নামে একজনকে আটক করেছে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

টৈটং ইউপির ৩নং ওয়ার্ডের টৈটং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহতের ঘটনা ঘটে।

স্থানীয় ভোটার নুরুননবী, সাইম ও নুর নাহার বলেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

সূত্রে জানা গেছে, টৈটং ইউপিতে নৌকার প্রার্থী জাহেদুল ইসলামের সাথে বিএনপি সমর্থিত চশমা প্রতিকের প্রার্থী মোসলেম উদ্দিনের সাথে ভোটের লড়াই চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে সাধারণ ভোটারগণ। ভোট। সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দাবী করে বলেন, টৈটংয়ে সুষ্ঠুভোটের দৃৃষ্টান্ত স্থাপন করতে চাই।

বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন বলেন, এ পর্যন্ত যেই ভাবে ভোট হয়েছে তার জন্য সন্তোষ প্রকাশ করছি।

পাঠকের মতামত: