ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ভূমিহীনদের দেয়া জমি প্রভাবশালীদের দখলে

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় ভূমিহীন ১০ পরিবারকে দেয়া জমি প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় মানবেতন জীবন যাপন করছে ভুক্তভোগিরা। ১৯৯৫ সালে টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় অসহায় ১০ পরিবারকে সরকারের পক্ষ থেকে জমিসহ বাড়ি করে আশ্রয়ন করে দেয়া হয়েছিল। আশ্রয়নে বসবাস করা মৃত মোঃ শাহালমের মোঃ ইয়াহিয়া বলেন, ১৯৯৫ সালে আমার মা সহ ১০ পরিবারকে সরকার নিদৃষ্ট পরিমাণ জমি দিয়ে বাড়ি করে দেন। বাড়ি ছাড়াও বেশ কিছু নাল জমি ছিল। এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালী আবু ছিদ্দিক ও মোঃ হোছেনসহ আরো কয়েকজন ব্যক্তি আমাদের নামে দেয়া বেশ কিছু নাল জমি দখল করে নেন। যার কারণে আমরা পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিনাপাত করছি। টিউবেল না থাকায় সরকারের পক্ষ থেকে টিউবেল বসানোর জন্য জায়গা দিতে পারছিনা। এছাড়াও সরকার যখন আমাদের আশ্রয়ন দেন তখন ২/৩টা পরিবার ১মাস অবস্থান করে অন্যত্র চলে গেলেও বাড়িগুলো এখন মানবশূন্য পড়ে আছে। সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়াা জমি উদ্ধারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আশ্রয়ন প্রকল্পের সভাপতি আনোয়ার হোছেন বলেন, পৈত্রিকভাবে জমি থাকলে আশ্রয়নে কেউ বসবাস করেনা। সরকার জমি দিয়ে আশ্রয়ন করে দিয়ে আমাদের অনেক উপকার করেছেন। বর্তমানে সরকারের দেয়া জমি আমাদের দখলে নাই। ছেলে সন্তানও বেড়ে গেছে। যার কারণে পরিবার পরিজন নিয়ে কষ্টে বসবাস। বর্তমানে একটি টিউবেল বসানোর জায়গাও নাই। প্রভাবশালীদের কাছ থেকে জমি দখল মুক্ত করার জন্য আমরা আইনের আশ্রয় নেব।

পাঠকের মতামত: