পেকুয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে আনসার ব্যাটেলিয়ান বাহিনীর সদস্য। পরে ব্যবসায়ীর বাড়ি ভাংচুরসহ তান্ডব চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডাঃ মুজিবুর রহমানের ক্লিনিকের সামনে। আহত ব্যবসায়ীর নাম নুরুল আবছার (৩২)। তিনি সদর ইউনিয়নের শেখেরকিল্লাহ ঘোনার এলাকার জাকের হোসেনের ছেলে। পেকুয়া বাজার আল মদিনা ষ্টীল মার্ট নামক প্রতিষ্টানের মালিক ও পেকুয়া বাজার দোকান মালিক সমিতির ডিরেক্টরও তিনি। আহত নুরুল আবছার জানায় ঘুর্নিঝড় ‘মোরা’র আঘাতে মগনামা-বানিয়ারছড়া সড়কের ডা.মুজিবুর রহমানের ক্লিনিকের সামনে সড়কের একটি গাছ উপড়ে পড়ে। এ সময় গাছটির কারনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে সড়ক থেকে ওই গাছটি কেটে সরানোর চেষ্টা করে। ইউএনও’র অনুমতি নিয়েছিলেন তিনি। তিনি আরো জানায় হঠাৎ শেখেরকিল্লাহ ঘোনা এলাকার শাহাব উদ্দিন এসে আমাকে গালিগালাজ করে। প্রশাসনকেও অকথ্য ভাষায় গালি দেয়। এর কিছুক্ষন পর সিএনজি যোগে শাহাব উদ্দিন, তারেকসহ ৪-৫জন এসে আমাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। শাহাব উদ্দিন একজন আনসার ব্যাটেলিয়ানের সদস্য। নুরুল আবছারের স্ত্রী রাজিয়া সোলতানা জানায় আমার স্বামীকে পেটানোর পর বিকেলে আমার বাড়িতে এসে ইট পাটকেল নিক্ষেপ করেছে তারা। আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।
পেকুয়ায় বৃদ্ধকে পেটালেন সন্ত্রাসীরা ::
পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে সীমানা বিরোধ নিয়ে এক বৃদ্ধকে পেটালেন সন্ত্রাসীরা। বুধবার সকাল ৭টার দিকে টইটংয়ের রমিজপাড়া ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন (৬২) রমিজপাড়া এলাকার মৃত.বাচা মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন জামাল উদ্দিন বসতভিটায় সংস্কার কাজ করছিলেন। এ সময় ঢালারমুখ এলাকার নুরুল কাছিমের ছেলে নেজাম উদ্দিন, ও আসহাব উদ্দিন, লাতু মিয়ার ছেলে মিজানুর রহমানসহ সন্ত্রাসীরা তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে জামাল উদ্দিন জানায় তারা সন্ত্রাসী। ঘেরা দেয়া সময় অতর্কিতভাবে এসে আমাকে পিটিয়ে আহত করে।
পাঠকের মতামত: