ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি  :: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রবি আলাম (২২) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় একটি টমটমের গ্যারেজে এ ঘটনা ঘটে। রবি আলম পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মইয়াদিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকাজন জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে রবি আলম পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে ছাদেকের গ্যারেজ চার্জ দেওয়া টমটমের বৈদ্যুতিক সংযোগ খুলে নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় রবি আলম।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: