ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ চুরির অভিযোগে যুবক আটক

pekপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়া উপজেলার মেহেরানামা উচ্চ বিদ্যালয়ের ছাত্রবাসের সৌর বিদ্যুৎ চুরির অভিযোগে এক যুবককে চোরাইকৃত মালামালসহ আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। ধৃত যুবকের নাম আবছার (২০)। তিনি মেহেরনামা বাজার পাড়া গ্রামের নুরুল আলমের পুত্র। গতকাল রাতে মেহেরানাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে একটি সৌর বিদ্যুৎ চুরি করে নিয়ে যায় আবচারের নেতৃত্বে একদল চোর। পরে গতকাল ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আবচারকে সৌর বিদ্যুতের একটি ব্যাটারীসহ আটক করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা। পরে দুপুরে পেকুয়া থানা পুলিশের একদল পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে।

মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শামশুদ্দোহা জানান, ধৃত আবচার চোর দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের আশেপাশের গ্রামগুলোতে প্রতিনয়িতই বিভিন্ন বাসা বাড়ীতে চুরি সংগঠিত করে আসছিল।  গতকাল রাতে বিদ্যালয় ছাত্রবাসের সৌর বিদ্যুতও চুরি করে যায়। পরে চোরাইকৃত মালামালসহ তাকে ধৃত করে পুলিশে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: