ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বসতবাড়ি ভাংচুর-লুটপাটের ঘটনায় মামলা: গ্রেফতার-১

পেকুয়া প্রতিনিধি :::pekua-dc-new

পেকুয়ায় বসতবাড়ির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১২জুন সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব মেহেরনামা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ওই এলাকার কাছিম আলীর ছেলে জাকের হোসেন (৩২), স্ত্রী জান্নাতুল মাওয়া (২৫) ও মৃত.এজাহার মিয়ার ছেলে কাছিম আলী (৭৯)। ওই ঘটনায় ভিকটিম জাকের হোসেন বাদি হয়ে গত ১৪জুন পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৮/১৭। মামলায় হাকিম আলীর ছেলে আলী আহমদকে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন। গতকাল শুক্রবার বিকেলে মামলার ২নং আসামি আতিকুল ইাসলাম প্রকাশ আয়াত উল্লাহকে পেকুয়া থানা পুলিশ গ্রেফতার করে। আতিকুল ইসলাম পুর্ব মেহেরনামা এলাকার আলী আহমদের ছেলে। মামালা সুত্রে জানা গেছে ২০শতক বসতভিটার জায়গা নিয়ে পুর্ব মেহেরনামা এলাকার জাকের হোসেন গংদের সাথে প্রতিবেশি আলী আহমদ গংদের বিরোধ চলছিল। বাদি জাকের হোসেন জানায় দীর্ঘ দিনের বসতভিটা থেকে উচ্ছেদ করতে আলী আহমদ গং পায়তারা করছিল। সম্প্রতি ওই দুর্বৃত্তরা আমার বসতভিটার প্রায় দু’শটি বৃক্ষ ও বসতবাড়ির ঘেরা ভেড়া ভাংচুর চালায়। এ বিষয়ে আমি বাদি হয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে অভিযোগ দায়ের করি। বিষয়টি নিয়ে পেকুয়া থানায় একটি সাধারন ডায়েরীও লিপিবদ্ধ করি। ঘটনার দিন আমরা বসতভিটার সংস্কার কাজ করছিলাম। এ সময় আলী আহমদের নেতৃত্বে আতিকুল ইসলাম, নেজাম উদ্দিন, কামাল হোসেন,হামিদ বাদশাহসহ দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। এ সময় তারা ওই তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। পরে তারা বাড়ি ভাংচুর করে ব্যাপক তান্ডব ও লুটপাট চালায়। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মনজুর কাদের মজুমদার আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। N

পাঠকের মতামত: