ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বসতবাড়িতে ডাকাতি

dakati..পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির মালিককে রশি দিয়ে হাত পা বেঁধে নগদ টাকা, একটি উন্নত জাতের গাভীসহ বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায়।  ১৩ জুলাই ভোররাতে উপজেলার টইটং ইউনিয়নের পাহাড়ী সোনাইছড়ি ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা পরদিন সকালে ওই বাড়িতে জড়ো হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই দিন ভোররাতে ১৫/২০ জনের স্বশস্ত্র ডাকাতদল পূর্ব সোনাইছড়ি ঢালার মুখ এলাকার মৃত আবদুস ছমদের ছেলে নাছির উদ্দিনের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির পিছনের দরজা ভেঙ্গে তারা বাড়ির মুল ফটকে ঢুকে পড়ে। এ সময় নাছির উদ্দিন ও তার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে বাড়ির আলমিরায় রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা ও প্রয়োজনীয় মুল্যবান দ্রব্যাদি নিয়ে যায়। এ সময় নাছির উদ্দিনের গৃহপালিত একটি উন্নত জাতের গাভীও নিয়ে যায় তারা। এ ব্যাপারে এলাকাবাসীরা জানায়, রাত্রে স্বামী স্ত্রীর চিৎকার আমরা শুনেছি। ডাকাতদলের উপস্থিতি টের পেলেও রাত্রে হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। নাছির উদ্দিনের স্ত্রী শারমীন আক্তার জানায়, অস্ত্রের মুখে জিম্মী করে ফেলে তারা আমি ও আমার স্বামীকে। স্বামী কমিউনিটি পুলিশের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। প্রায় সময় ডাকাতদের বিরুদ্ধে সোচ্চার থাকতেন। নাছির উদ্দিন জানায়, গভীর রাতে আমার বাড়ি ডাকাতে আক্রান্ত হয়েছে। রশি দিয়ে বেঁধে ডাকাতি করে। তারা সংখ্যায় বেশী ছিল। বাড়িতে ঢুকেছে তিনজন। এদেরকে চিনেছি। বাইরে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা যায়নি। পেকুয়া থানা পুলিশ ও চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: