ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বন্দুকসহ ৩ জনকে আটক করেছে ডিবি

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়া চৌমুহনী এলাকা থেকে দেশীয় তৈরী এলজি বন্দুুক ও নগদ টাকা সহ ৩ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১০টার গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করেছে বলে জানিয়েছেন।

কক্সবাজার ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পেকুয়ার চৌমুহনী এলাকায় কিছু লোক অস্ত্র কেনা-বেচার জন্য অপেক্ষা করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ১০ হাজার টাকা সহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ওই উপজেলার মাস্টার আবুল কাশেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রহমান (২৫) ও আকতার আহমদের ছেলে মো: দিদারুল ইসলাম প্রকাশ আরিফ (৩০)।
পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে।

পাঠকের মতামত: