ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বজ্রপাতে আক্রান্ত জেলে নিখোঁজ

bojrপেকুয়া প্রতিনিধি :::
পেকুয়ায় বজ্রপাতে আক্রান্তের পর খালে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন মো. নুরুন্নবী (২১) নামের এক জেলে। তিনি রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ছনুয়ার খালের ছনুয়ার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। রাত আটটা পর্যন্ত ওই জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. এরশাদ জানান, নুরন্নবীসহ তাঁরা তিনজন সকালে ছনুয়ার খালে মাছ ধরতে গিয়ে দুপুর একটার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হন। এসময় শরীর ঝলসে গিয়ে নুরন্নবী খালে পড়ে যান। ভাটির টানে নুরুন্নবী খালের গভীরে তলিয়ে যায়।

সুন্দরী পাড়ার বাসিন্দা মনছুর আলম জানা, দুপুর থেকে এলাকার কয়েকশত মানুষ নুরুন্নবীর খোঁজে খালে নামেন। রাত আটটা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছৈয়দ নুর বজ্রপাতের পর জেলে নুরুন্নবীর নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: