ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় প্রবাসীর বাড়ী‌তে কুতুব‌দিয়ার সংখ্যালঘু কি‌শোরী‌কে আট‌ক

গিয়াস উ‌দ্দিন,‌ পেকুয়া img_20161016_003935থে‌কে :::
কক্সবাজা‌রের পেকুয়া উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের মইয়া‌দিয়া গ্রা‌মের প্রবাসী নুরুল ইসলাম মিয়ার বাড়ীতে কুতুব‌দিয়‌ার সংখ্যালঘু এক কি‌শোরী‌কে জোর ক‌রে অপহরন ক‌রে এ‌নে আট‌কি‌য়ে রাখার অ‌ভি‌যোগ পাওয়ার গে‌ছে।
স‌রেজ‌মি‌নে গি‌য়ে জানা গে‌ছে, কুতুব‌দিয়া উপ‌জেলার দ‌ক্ষিণ ধুরং ইউ‌নিয়‌নের ধু‌পি পাড়া গ্রা‌মের শা‌ন্তিপদ না‌থের কি‌শোরী‌ কন্যা ন‌মিলা নাথ তিশা‌কে গত ক‌য়েক দিন পু‌র্বে চট্টগ্রা‌মের আ‌নোয়ারা থে‌কে অপহরন ক‌রে পেকুয়া সদর ইউ‌নিয়‌নের মইয়া‌দিয়া গ্রা‌মের নুরুল ইসলা‌মের পুত্র    না‌ছির উ‌দ্দিন। অপহৃত তিশা আ‌নোয়ারায় এক‌টি প্র‌তিষ্টা‌নে চাকুরী করত। তিশার প‌রিবা‌র সু‌ত্রে জানা গে‌ছে, পেকুয়ার না‌ছির উ‌দ্দিন না‌মের এক যুবক তিশা‌কে আ‌নোয়ারা থে‌কে অপহরন করা পেকুয়ায় নি‌য়ে এ‌সে‌ছে।
স্থানীয়রা জানান, গত ক‌য়েক দিন পু‌র্বে ওই কি‌শোরী‌কে নি‌য়ে এ‌সে না‌ছির উ‌দ্দিন মইয়া‌দিয়া গ্রা‌মের প্রবাসী মিয়ার বাড়ী‌তে আত্ম‌গোপন ক‌রে থা‌কে। স্থানীয়‌দের মাধ‌্য‌মে খবর পে‌য়ে গতকাল শ‌নিবার বিকা‌লে প্রবাসী মিয়ার বাড়ী‌তে ক‌য়েকজন সাংবা‌দিক স‌রেজ‌মিন গে‌লে ঘটনার সত্যতা পাওয়া গে‌ছে। এসময় প্রবাসী মিয়ার মাধ্য‌মে ওই কি‌শোরী তিশার সা‌থে সাংবা‌দিকরা কথা ব‌লেন। তিশা দাবী ক‌রে‌ছেন, না‌ছির উ‌দ্দিন‌কে তি‌নি ভালবা‌সেন। সে হিন্দু ধর্ম ত্যাগ ক‌রে না‌ছির বি‌য়ে কর‌বেন। ‌বি‌য়ের বিষয়‌টি তার প‌রিবারের সদস্যরা জা‌নেন কিনা জান‌তে চাই‌লে তিশা জানান, সে এ ব্যাপা‌রে তার প‌রিবার‌কে কিছুই জানায়‌নি। তা‌কে কেউ অপহরন বা চ্রে ক‌রে আট‌কি‌য়ে রা‌খেন‌নি ব‌লে এ প্র‌তি‌নি‌ধি‌কে জানান।
ত‌বে প্রবাসীর বাড়ী‌তে ওই কি‌শোরী‌কে আটকে রাখার অ‌ভি‌যে‌াগ অস্বীকার করর প্রবাসী মিয়া জানান, তার এলাকার না‌ছির উ‌দ্দিন ওই মে‌য়ে‌কে ভাল‌বে‌সে বি‌য়ে করার জন্য তার বাড়ী‌তে নি‌য়ে এ‌সে‌ছেন। তার বাড়ী‌তে এরকম কাউ‌কে আটক ক‌রে রাখা হয়‌নি।

পাঠকের মতামত: